শর্তাবলী

ই-নামজারি পোর্টালে আপনাকে স্বাগতম। নিম্নোক্ত শর্তাবলী সমূহ মেনে আপনাকে এই পোর্টাল ব্যবহার ও প্রবেশ করতে হবে।

    •  
    • ক) পোর্টালটিতে ব্রাউজ করে বিভিন্ন তথ্য ব্যবহার এবং সেবা গ্রহনের জন্য অনুরোধ করতে হলে আপনি ভূমি মন্ত্রণালয়ের শর্তাবলী মেনে নিয়েছেন মর্মে গণ্য হবে।
    • খ) ই-নামজারিসহ এই পোর্টালে বিভিন্ন সেবা/তথ্যের জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতে পারে। রেজিস্ট্রেশন ফরমে পূর্ণাঙ্গ সর্বশেষ তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অথবা মন্ত্রণালয়ের পক্ষে দায়িত্বরত ব্যক্তি/প্রতিষ্ঠান এ তথ্য ব্যবহার করে সেবা প্রদান করবে;
    • গ) আপনি কোনোভাবেই এমন কোন কাজ করবেন না যাতে এই পোর্টালের সার্ভার, নেটওয়ার্ক অথবা সেবা প্রদানের বিঘ্নতা সৃষ্টি করে। একইসঙ্গে হ্যাকিং, ভাইরাস অথবা অসৎ উদ্দেশ্যে কোন কার্যকলাপ করতে পারবেন না অথবা এমন কোন কাজ করবেন না যা অপব্যবহার হিসেবে বিবেচিত;
    • ঘ) এই পোর্টালের প্রতিলিপি(কপি ), তা যেভাবেই হোক না কেন, করতে পারবেন না;
    • ঙ) পোর্টালে কোন ধরনের অশ্লীল, অশোভন, আপত্তিকর ইত্যাদি লিখতে পারবেন না;
    • চ) আপনার প্রদত্ত সকল তথ্য জাতীয় ডাটা সেন্টারের রক্ষিত থাকবে;
    • ছ) পোর্টালে বিভিন্ন তথ্য প্রদানের জন্য তৃতীয় পক্ষের হাইপারলিংকস এবং ওয়েবসাইট সংযুক্ত থাকতে পারে। এই ওয়েবসাইটসমূহের এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে তৃতীয় পক্ষের এবং আপনাকে তাদের শর্তাবলী পোরে নিতে হবে;
    • জ) ই নামজারি সিস্টেমে কুকিস ব্যবহার করা হয় নাই। তবে ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয় কুকিস ব্যবহার করতে পারে। তৃতীয় পক্ষের হাইপারলিংকস এবং ওয়েবসাইটে কুকিস ব্যবহৃত হলে তার দায়িত্ব ভূমি মন্ত্রণালয়ের না;
    • ঝ) ভূমি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে এই পোর্টাল ব্যবহার/ প্রবেশাধিকার সংক্রান্ত শর্ত /নিয়মাবলী পরিবর্তন করতে পারে;
    •  
    • পোর্টালটি উন্নত করার জন্য ভূমি মন্ত্রণালয় আপনার পরামর্শ কামনা করছে।
    •  
    • এই অনুচ্ছেদটি সহায়ক?
      না